TMC News: ধর্মতলায় তৃণমূলের হকার্স ইউনিয়নের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ! নেপথ্যে কারা ?
ABP Ananda LIVE: ধর্মতলায় তৃণমূলের হকার্স ইউনিয়নের কার্যালয় ভাঙচুরের অভিযোগ । বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের । জওহরলাল নেহরু রোডের ধারে তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিস । হকার্স ইউনিয়নের অফিসে চেয়ার, ছবি-সহ আসবাব লন্ডভন্ড । অর্জুন সিংহ অনুগামীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের ।হামলার অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি অর্জুন সিংহের
Delhi News: নয়ডায় ভুয়ো থানা খুলে 'প্রতারণা', গ্রেফতার বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী ! ধৃত মোট ৬
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্বীকৃতিহীন দেশের ভুয়ো দূতাবাসের খোঁজ মেলে। স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে দিনের পর দিন চলছিল প্রতারণা। দিল্লির নাকের ডগায় ওয়েস্টার্কটিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে রমরমিয়ে চলছিল জালিয়াতি। এবার নয়ডায় আস্ত ভুয়ো থানার হদিশ। গ্রেফতার করা হল বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী-সহ ৬ জনকে !

















