Kolkata News: এবার থেকে ফের স্বাস্থ্য় পরিষেবা দেবে গুরু তেগ বাহাদুর হাসপাতাল | ABP Ananda Live
ABP Ananda Live: লিভার ফাউন্ডেশন এবং গুরুদ্বার সন্ত কুটিয়ার যৌথ উদ্য়োগে এবার থেকে ফের স্বাস্থ্য় পরিষেবা দেবে গুরু তেগ বাহাদুর হাসপাতাল। সোমবার ফের হাসপাতালের উদ্বোধন করলেন উদ্য়োক্তারা। ডে কেয়ার এই হাসপাতালে গেলে মিলবে মাল্টিস্পেশালিটি ওপিডির পাশপাশি এনডোসকপির মতো পরিষেবা। রয়েছে হাইডিপেনডেন্সি ইউনিটও। উদ্য়োক্তারা জানান ন্য়ূনতম খরচে চিকিৎসা পরিষেবা দেওয়াই তাঁদের লক্ষ্য়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য় অতিথি হিসেবে ছিলেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অ্য়াসিস্ট্য়ান্ট জেনারেল সেক্রেটারি স্বামী বোধাস্মরণানন্দ। উপস্থিত ছিলেন লিভার ফাউন্ডেশেনের প্রেসিডেন্ট অশোকানন্দ কোনার, সম্পাদক পার্থসারথি মুখোপাধ্য়ায়। উদ্য়োক্তারা জানিয়েছেন, এবার থেকে কলকাতার নামী চিকিৎসকরা রোগী দেখবেন এই হাসপাতালে।
রান্নার গ্য়াসের মূল্যবৃদ্ধিতে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, 'বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল..'!
সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! আর অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমেছে। তাহলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না কেন? এ যেন গোদের ওপর বিষফোড়া!ব্ল্য়াক মনডে।একটা ধাক্কা সামলে ওঠার আগেই, সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা।
শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে ১ দিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগেই ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টা ওষুধের। আর এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম বাড়াল মোদি সরকার। ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হল রান্নার গ্য়াসের সিলিন্ডারের। এই খবরে আর পাঁচ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শীলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না।


















