Kolkata News: নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে অভিযান, ধর্মতলায় চলন্ত গাড়িতে মিলল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি
ABP Ananda LIVE : কালীপুজোর আগে ধর্মতলায় চলন্ত গাড়িতে মিলল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি। দক্ষিণ ২৪ পরগনার দিক থেকে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে আসা হচ্ছে, খবর ছিল পুলিশের কাছে। নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা ছাড়াও ধর্মতলায় পাকড়াও করা হয়েছে ৩ জনকে। নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে মহেশতলা ও বজবজে অভিযান ডায়মন্ড হারবার জেলা পুলিশের। মহেশতলা ও বজবজ থেকে উদ্ধার করা হয়েছে মোট ১ হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি।
Birbhum News: 'কে স্টেজে এল, কে এল না, আমাদের কাছে ম্যাটার করে না', ইঙ্গিতপূর্ণ বার্তা কাজল শেখের
বীরভূমের নানুরে, তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুগামীরা। সেই মঞ্চ থেকেই নাম না করে একাধিক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। যা ঘিরে খোঁচা দিতে দেরি করেনি বিজেপি। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব।
আমন্ত্রিত ছিলেন সকলেই। কিন্তু, একপক্ষ এলেও, আরেকপক্ষ অনুপস্থিতই থেকে গেলেন। বীরভূমের নানুরে, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের মঞ্চে অনুপস্থিত থাকলেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুগামীরা। আর দলীয় মঞ্চ থেকে নাম না করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। তিনি বললেন, "নানুরে মানুষ লড়াই করতে জানে। নানুরে মানুষ সংগ্রাম করতে জানে। নানুরে মানুষ রক্ত দিতে জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কে স্টেজে এল, কে এল না, এটা ম্যাটার আমাদের কাছে করে না। এটা আমাদের কাছে কোনও বিষয় নয়। আমরা লড়াই করেছি। সংগ্রাম করেছি।"

















