Kolkata News : শনিবার প্রেস ক্লাবে প্রকাশ পেল বিচারক বিপ্লব রায়ের লেখা নতুন বই
ABP Ananda LIVE : 'এক বিচারকের গল্প। গলি থেকে রাজপথ।' শনিবার প্রেস ক্লাবে প্রকাশ পেল বিচারক বিপ্লব রায়ের লেখা নতুন এই বই। কর্মজীবনের অভিজ্ঞতা থেকে সমাজের প্রান্তিক, সর্বহারা মানুষের গল্প- সবটাই তুলে উঠে এসেছে তাঁর নতুন এই বইয়ে। ১৪৮ পাতার এই বই পাঠকদের ভাল লাগবে বলে আশাপ্রকাশ করেছেন বিচারক বিপ্লব রায়।
Kashmir News: উপত্যকায় একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাল্টা প্রত্যাঘাত ভারতের উপত্যকায় একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর-ই-তৈবার জঙ্গির বাড়ি কুপওয়াড়ায় বিস্ফোরণে উড়ল জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি এ নিয়ে লস্করের ৬ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা ----------------- পুলওয়ামা: মুরানে বিস্ফোরণে লস্কর জঙ্গি এহসান-উল-হকের বাড়ি ধ্বংস পুলওয়ামা: মাতালহামায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর জঙ্গি জাকিরে বাড়ি সোপিয়ান: চটিপাড়ায় বিস্ফোরণে আহমেদ কুতেইয়ের বাড়ি ধ্বংস পুলওয়ামা: ত্রালে বিস্ফোরণে উঠল লস্কর জঙ্গি আসিফ শেখের বাড়ি অনন্তনাগ: বিস্ফোরণে গুঁড়িয়ে গেল লস্কর জঙ্গি আদিল গুরির বাড়ি


















