Kolkata News: বাঁশদ্রোণী নর্দার্ন পার্কের একটি আবাসন থেকে উদ্ধার মা এবং ছেলের জোড়া দেহ
ABP Ananda LIVE: বাঁশদ্রোণী নর্দার্ন পার্কের একটি আবাসন থেকে উদ্ধার মা এবং ছেলের জোড়া দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শীলা দাশগুপ্ত ও সুতীর্থ দাশগুপ্ত। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে সঙ্গে নিয়ে আবাসনে থাকতেন তিনি। এক মাত্র ছেলে সুতীর্থ বেসকারি সংস্থায় কাজ করতেন। তদন্তে জানা গেছে, কিছুদিন ধরে সুতীর্থ মানসিক সমস্য়ায় ভুগছিলেন। বিশ্বকর্মা পুজোর দিন থেকেই মা-ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার ফ্ল্য়াট থেকে পচা গন্ধ পেয়ে বাঁশদ্রোণী থাকায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মেঝেয় পড়ে মা ও ছেলের দেহ। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর....
দিনহাটার সাহেবগঞ্জে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা কোহিনুর খাতুনের। তাঁর বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা গোটা ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি বিজেপির।
বারাসাত আদালতে আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। রক্তাক্ত বারাসাত থানার ASI, পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ৩ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের। গত পরশু এক আইনজীবীকে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বিকেলে তাঁদের আদালতে পেশ করার পর ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। আদালত থেকে ধৃতদের বের করার সময়ে শুরু হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তিতে মাথা ফাটে ASI-এর। আহত ASI-কে ভর্তি করা হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে।


















