NiccoPark Case:ওয়াটাররাইডে স্নান করতে গিয়ে সংজ্ঞহীন, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
ABP Ananda LIVE: বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন নিক্কো পার্কে। কিন্ত সেই আনন্দ করতে যাওয়াই যে শেষযাত্রায় পরিণত হবে, তা ভাবতে পারেননি BBA পড়ুয়া রাহুল। বুধবার বন্ধুদের সঙ্গে নিক্কো পার্কে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে নায়েগ্রা ফলস নামের একটি ওয়াটার রাইডে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানে স্নান করতে করতে হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। বন্ধুরা ধরাধরি করে তাঁকে ডাঙায় নিয়ে এসে শুইয়ে দেয়। দেওয়া হয় সিপিআর। তবে জ্ঞান ফেরে না রাহুলের। ১৮ বছর বয়সের এই তরুণকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ওই তরুণের পোস্টমর্টম রিপোর্ট।
পোস্টমর্টম রিপোর্টে জানা যাচ্ছে, হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু রাহুল দাসের। মাথার পিছনে হেমাটোমা পাওয়া গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। পড়ে যাওয়ার কারণে লাগার সম্ভাবনা, এমনটাই পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে। তরুণের মৃত্যুর রহস্যজনক কোনও কারণ পোস্টমর্টম রিপোর্টে পাওয়া যায়নি। BBA পড়ুয়া রাহুল থাকতেন বাগুইআটিতে। বুধবার দুপুর ১টা ০৯ নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা যায় এত তরুণকে পাঁজাকোলা করে ডাঙায় তুলে আনছে বন্ধুরা। CPR দিতে শুরু করেন এক তরুণী। কিছুক্ষণ পর হুইল চেয়ার নিয়ে দৌড়ে এলেন এক কর্মী। পরে অ্যামবুল্য়ান্সে করে সংজ্ঞাহীন যুবককে নিয়ে যাওয়া হয় দ্য় ক্য়ালকাটা হার্ট ক্লিনিকে। কিন্তু, ততক্ষণে সব শেষ!






















