SSC News: ওনারা বারবার একটা জায়গাই এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের তালিকা প্রকাশ:মেহবুব মণ্ডল
ABP Ananda Live: চাকরিহারা আন্দোলনকারী মেহবুব মণ্ডল বৈঠক শেষে বলেছেন, 'ওএমআর প্রকাশ করলে, তালিকা বেরোলে যদি কোনও দুর্ঘটনা হয়, তার দায় নাকি আমাদের, এটাই ওনারা বলছেন। দুর্নীতির দায় তো আমাদের নয়? অনেক বাকবিতণ্ডা হয়েছে। সুপ্রিম কোর্ট বললে ওনারা নাকি দিয়ে দেবেন। আমরা বলেছি আমরা অপেক্ষা করছি, আপনারা তালিকা প্রকাশ করুন। চাকরি নিয়ে আমাদের যে সংশয় তা নিয়ে ভাবতে হবে না। আপনারা তালিকা প্রকাশ করুন। ওনারা বারবার একটা জায়গাই এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের তালিকা প্রকাশ। আমরা এও বলেছি যোগ্যরা হলফনামা দেবে। সুপ্রিম কোর্টে সেগুলো পাঠান। এটাও এড়িয়ে যাওয়ার চেষ্টা হল। ওনারা বলছেন, আমাদের আইনজীবীদের সঙ্গে বসেছেন। আমরা এখানে যাঁরা আছি, কেউ বলুক আমাদের আইনজীবীদের সঙ্গে ওনারা বসেছেন। তাহলে এখানেও প্রশ্ন উঠছে যে কাদের সঙ্গে ওনারা আলোচনায় বসেছেন? গোপনে ডুবে ডুবে জল খেলেও সত্য একদিন উদঘাটন হবেই। কার সঙ্গে কোথায় কী বৈঠক করবেন আমাদের জানার দরকার নেই। অফিশিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করুন। আমরা অপেক্ষা করছি।'


















