Weather Forecast: পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা। বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট
ABP Ananda LIVE : পঞ্চমীর সকালে আকাশে মেঘ-রোদের খেলা। তবে আজ বিকেল থেকে কমতে পারে বৃষ্টির দাপট। অষ্টমী পর্যন্ত চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। সঙ্গে ছাতা থাকলেই হল। তবে অষ্টমীতে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। ফলে নবমীর রাত থেকে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ স্থলভাগে ঢুকেছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
ঠাকুর আনতে গিয়ে হুগলির পোলবায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ২
ঠাকুর আনতে গিয়ে হুগলির পোলবায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ২ । দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ৪ জন। চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর নিয়ে ফেরার পথে দুর্ঘটনা। চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নেমেই ইটের পাঁজায় সজোরে ধাক্কা গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের । গুরুতর আহত অবস্থায় ৪ জন ভর্তি হাসপাতালে। গাড়িতে মদের বোতল মিলেছে, সম্ভবত আরোহীরা মদ্যপান করছিল, খবর পুলিশ সূত্রে।



















