Kolkata Sikh Protest:খালিস্তানি বিতর্কে শিখদের মহামিছিল , বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ।ABP Ananda Live
Kolkata Sikh Protest:গতকাল বিরোধী দলনেতা(Opposition Leader) শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সন্দেশখালি(Sandeskhali) যাওয়ার পথে ধামাখালিতে পুলিশের সাথে বিজেপি(BJP) কর্মীদের তুমুল বচসা হয়। IPS অফিসার যশপ্রীত সিংকে খালিস্তানি(Khalistani) বলে সম্বোধন করার অভিযোগ ওঠে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই নিয়ে বিকেলে সাংবাদিক সম্মেলন করে এডিজি , দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee) তাঁর এক্স হ্যান্ডেলে(X Handle) এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ করেন। তিনি অভিযোগ করেন এতে সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘন হতে পারে। আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে উত্তাল কলকাতার রাজপথ। শহরের শিখ (Sikh) সম্প্রদায়ের মানুষরা হাতে প্ল্যাকার্ড,ব্যানার নিয়ে এম জি রোড থেকে প্রতিবাদ মিছিল করে বিজেপির রাজ্য দপ্তর মুরলীধর লেন যান। এই মিছিল ঘিরে কলকাতার শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।ABP Ananda Live