Kolkata : কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অঙ্কের প্রতিযোগিতার আয়োজন করল SIP ABACUS
ABP Ananda LIVE :প্রতিবছরের মতো এবছরেও কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অঙ্কের প্রতিযোগিতার আয়োজন করল SIP ABACUS। প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ১১০০ সকুলের সাড়ে তিন হাজার পড়ুয়া। প্রত্যেকেরই বয়স ৬ থেকে ১২-এর কোঠায়।
আরও খবর...
সরকারি অনুষ্ঠানে গিয়ে বন আধিকারিককে প্রকাশ্যে ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের
সরকারি অনুষ্ঠানে গিয়ে বন দফতরের আধিকারিককে প্রকাশ্যে ধমক দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর পরামর্শ না নিয়ে কেন বৃক্ষরোপণ? আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। বন আধিকারিককে হুঁশিয়ারির সুরে বলেন তৃণমূল বিধায়ক। ভিডিও পোস্ট করে শাসকদলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের জন্য লড়াই করেছি, ক্ষমা
চেয়েও সাফাই দিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক।
'শুধু আমাকেই চাওয়া হচ্ছে, BJP-কেও কেন নয় ?' হলফনামা দাবি ঘিরে পাল্টা কমিশনকে প্রশ্ন রাহুলের
ভোট চুরির অভিযোগ তোলায় শুধুই তাঁকেই কেন হলফনামা জমা দিতে বলা হল, কেন বিজেপি নেতাদের কাছেও একই জিনিস চাওয়া হল না ? এবার নির্বাচন কমিশনের উদ্দেশে পাল্টা এই প্রশ্ন ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সাসারামে 'ভোটাধিকার যাত্রা' থেকে এই প্রশ্ন তোলেন তিনি। রাহুলের কথায়, "ভোট চুরি নিয়ে আমি যখন সাংবাদিক বৈঠক করলাম, নির্বাচন কমিশন তখন আমাকে হলফনামা জমা দিতে বলল। কিন্তু, বিজেপি নেতারা যখন কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করলেন, তাঁদের কাছ থেকে কোনও হলফনামা চাওয়া হল না। কমিশন বলছে, 'আপনার তথ্য সঠিক তা হলফনামা দিয়ে বলুন।' এই তথ্য নির্বাচন কমিশনেরই। আমাকে কেন হলফনামা জমা দিতে বলা হচ্ছে ?"




















