Fake Medicine: জীবনদায়ী ওষুধের গুণমাণ নিয়ে উঠল প্রশ্ন,প্রশ্নের মুখে একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা
ABP Ananda LIVE: জীবনদায়ী ওষুধের গুণমাণ নিয়ে ফের উঠল প্রশ্ন।ফের প্রশ্নের মুখে পড়ল একাধিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা। নতুন করে ৩৯ টি ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। খুচরো ও পাইকারি বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জুলাই মাসে বিভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করা ওষুধের নমুনার পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় বহু ওষুধের গুণগত মান সন্তোষজনক নয়। সেই পরীক্ষার ফলাফল দেখেই এই নির্দেশ জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।কোন কোন ধরনের ওষুধের নমুনা পরীক্ষায় ফেল করেছে? সূত্রের খবর, দেখা গেছে, হিমাচল প্রদেশের। একটি সংস্থার তৈরি 'প্যারাসিটামলে'র ব্র্যান্ড জাল। ওই রাজ্য়ের আরেকটি সংস্থার অ্য়ান্টিবায়োটিক 'অ্যাজিথ্রোমাইসিন' ট্যাবলেট জলে গুলছে না। সেখানকারই একটি সংস্থার তৈরি 'কানের সমস্যা'র ট্যাবলেটের ভয়াবহ অবস্থা। ট্যাবলেটে খয়েরি রঙের ছোপ ছোপ দাগ। আবার আরেকটি সংস্থার তৈরি মানসিক অসুখের চিকিৎসায় ব্যবহৃত ট্যাবলেটেরও একই হাল। খারাপ মানের ওষুধ জলে মিশছে না। হৃদরোগে আক্রান্তদের চিকিৎসার অতি গুরুত্বপূর্ণ ওষুধ 'অ্যামলোডিপিন'... হিমাচল প্রদেশেরই এক সংস্থার তৈরি, সেই ট্যাবলেটও জলে গুলছে না।
'যা উপদ্রব, আমি তো থাকতেই পারব না, যদি কিছু না হয়', ধৃত জীবনকৃষ্ণর বিরুদ্ধেই বিস্ফোরক বাবা
সোমবার ED-র হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। এদিন,শুধু জীবনকৃষ্ণ সাহার বাড়িতে নয়, সোমবার তাঁর আত্মীয়ের বাড়ি-সহ আরও ৫ জায়গাতেও হানা দেয় ED। জীবনকৃষ্ণের বাড়িতে ED, তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি, তৃণমূল বিধায়কের পিসির বাড়ি, বেসরকারি ব্যাঙ্ক কর্মীর বাড়ি, 'মিডলম্য়ান' প্রসন্ন রায়ের শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের বড়ঞার মহিষগ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে কিছুটা দূরে বেসরকারি ব্যাঙ্কের কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দেন ED-র অফিসাররা। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি।
অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুর মধ্যপাড়ায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়ি। এদিন সেখানেও তল্লাশি চালায় ED। বড়ঞার তৃণমূল বিধায়কের শ্যালক নিতাই সাহা প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘণ্টা চারেক ধরে তল্লাশির পর, বিধায়কের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যান ED-র অফিসাররা। মুর্শিদাবাদের পাশাপাশি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমেও অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা সম্পর্কে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি হন। এদিন তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।



















