Kolkata News: ঠিক কী কারণে পার্কস্ট্রিটের হোটেলে খুন হলেন ২৫ বছরের রাহুল লাল? স্পষ্ট নয় মোটিভ
ABP Ananda LIVE: ঠিক কী কারণে পার্কস্ট্রিটের হোটেলে খুন হলেন ২৫ বছরের রাহুল লাল? দেহ উদ্ধারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও স্পষ্ট নয় মোটিভ। তবে তদন্তকারীদের অনুমান, খুন করতেই কয়েক ঘণ্টার জন্য হোটেলের ঘর বুক করে আততায়ীরা। প্রমাণ লোপাটের জন্যই তারা নিয়ে গিয়েছে বেডশিট, মদের বোতল থেকে সিগারেটের পোড়া অংশ।
মহিলা বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলীয় ক্রিকেটারের শ্লীলতাহানি, কী বলল ভারতীয় ক্রিকেট বোর্ড?
মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে এসে বিপত্তি । মধ্যপ্রদেশের ইনদওরে অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটারদের সঙ্গে অভবত্যা ও শ্লীলতাহানির ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) ।
ঘটনা হচ্ছে, বৃহস্পতিবার সকালে দুই অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার হোটেল থেকে ক্যাফেতে যাচ্ছিলেন । সেই সময়ে প্রথমে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাঁদের অনুসরণ করে এবং তারপর তাঁদেরকে ভুলভাবে স্পর্শও করে । পুলিশ এই ঘটনায় আকিল নামক এক অভিযুক্তকে গ্রেফতার করেছে । বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এটিকে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলেছেন ।বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তাঁর আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, "এটি অত্যন্ত দুঃখজনক এবং বিচ্ছিন্ন ঘটনা । ভারত সবসময় উষ্ণতা, আতিথেয়তা এবং সকল অতিথিদের প্রতি শ্রদ্ধাবোধের জন্য পরিচিত । আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি । অভিযুক্তকে ধরার জন্য মধ্যপ্রদেশ পুলিশের করা পদক্ষেপের আমরা প্রশংসা করি ।"


















