Tmc News: অফিসের সামনেই গ্যাসের ডিস্ট্রিবিউটর তৃণমূল নেতাকে হত্যা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ২০দিনের মধ্যে ফের খুন, কোন্নগরে তৃণমূল নেতার মৃত্যু! ভাঙড়, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের পর হুগলিতে তৃণমূল নেতা খুন! কোন্নগরে ভর সন্ধেয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কোপ । অফিসের সামনেই গ্যাসের ডিস্ট্রিবিউটর তৃণমূল নেতা খুন । অফিস থেকে বাইক নিয়ে বেরোতেই ২ দুষ্কৃতীর হামলা: সূত্র । তৃণমূল নেতার চোখ, ঘাড়, হাতে এলোপাথাড়ি কোপ । কব্জি থেকে হাত বাদ, এসএসকেএমে আনার পরে মৃত্যু । কেন খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী? আততায়ীরা কারা? । কানাইপুর পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা খুনে এখনও ধোঁয়াশা । 'খুনের পরে হাঁটতে হাঁটতেই দিল্লি রোডের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা'। কোন্নগরে তৃণমূল নেতা খুনে এমনই দাবি স্থানীয়দের
আরও খবর...
বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে বুধবারও উত্তাল হল সংসদ। অধিবেশন শুরুর আগে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট INDIA-র সদস্যরা। ভোটার তালিকা সংশোধনের নামে ভোট চুরি, ভোট লুঠের অভিযোগে স্লোগান দিলেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের দাবি, বিজেপির আসল লক্ষ্য বিহার নয়, বাংলা। রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম ভোটব্যাঙ্ক নষ্ট হওয়ার ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা অভিযোগ করেছে বিজেপি।
বিজেপির কথায় যারা CAA-তে ফর্ম ফিলাপ করছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কিছুই পাবেন না। কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যানের গলায়। ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতা, পাল্টা সুর চড়িয়েছে বিজেপি






















