Kultali: বাড়ির পরিচারিকার খোঁজে যাওয়া ব্যক্তিকে আটকে রেখে 'মুক্তিপণ' চাওয়ার ঘটনায় ধৃত ২।Bangla News
বাড়ির পরিচারিকার খোঁজে যাওয়া ব্যক্তিকে আটকে রেখে মারধর ও মুক্তিপণ চাওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ২ জনকে কুলতলি থেকে গ্রেফতার করল পুলিশ। রাজীব চৌধুরী নামে ওই বেসরকারি সংস্থার কর্মী ব্যারাকপুরে ভাড়া থাকেন। তাঁর বাড়ি আলিপুরদুয়ারে। পুলিশ সূত্রে খবর, কুলতলির বাসিন্দা এক মহিলার কথায়, বাড়ির পরিচারিকার খোঁজে তিনি গত মঙ্গলবার কুলতলি যান। অভিযোগ, সেখানে কয়েকজন তাঁকে এক জায়গায় নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করে। ওই ব্যক্তির দাবি, ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে আলিপুরদুয়ারের বাড়িতে ফোন করা হয়। বাড়ির লোক পুলিশের সঙ্গে যোগাযোগ করলে, গতকাল কুলতলির ১৩ নম্বর রাধাবল্লভপুর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
