এক্সপ্লোর
Kultali: পাঁচদিন পরও খাঁচাবন্দি হয়নি বাঘ, আতঙ্কে ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দারা। Bangla News
কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামে শেখপাড়ার জঙ্গলেই রয়েছে রয়্যাল বেঙ্গল। তবে পাঁচদিন পরেও তাকে খাঁচাবন্দি করা যায়নি। গতকাল রাতে জঙ্গলে লাগানো জাল ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করে বাঘ। আশেপাশে আঁচড়ানোর দাগও মিলেছে বলে বন দফতরের কর্মীরা জানিয়েছেন। গতকাল গোটা গ্রাম অন্ধকার করে রাখা হয়। বাঘের নড়াচড়া টের পাওয়া গিয়েছে বলে গ্রামবাসীদের দাবি। আশেপাশের এলাকায় নতুন করে মিলেছে বাঘের পায়ের ছাপ। এখনও পর্যন্ত বাঘ খাঁচাবন্দি না হওয়ায় আতঙ্কে ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দারা।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন


















