Kunal Ghosh: যারা বিজেপিতে পরে এসেছে, তাদেরকে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে নেমেছেন দিলীপ ঘোষরা: কুণাল
ABP Ananda Live: প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ ঘোষ। ১৮ তারিখ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ। ১৭ তারিখ দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবেন দিলীপ। এখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি: দিলীপ। দুর্গাপুরে দিলীপ গেলেও, মঞ্চে থাকবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা।
আরও খবর...
নাসার নির্দেশের পর শুভাংশু শুক্লা এবং আরও ৩ মহাকাশচারীকে নিয়ে ISS থেকে আনডকিং ড্রাগন মহাকাশযানের। ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা। ২৩ ঘণ্টা পর স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে। গত ২৫ জুন, বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা। 39A লঞ্চ কমপ্লেক্স থেকে ৪ মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ড্রাগন ক্রাফট। ২৮ ঘণ্টা পর ভারতীয় সময়, পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন সবাই। ১৮ দিন মহাকাশে শুভাংশুরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন এবং ২০টিরও বেশি ‘আউটরিচ’ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। সাতটি মাইক্রোগ্রাভিটি পরীক্ষা করেছেন। ভারতীয় সময় অনুসারে, রবিবার সন্ধে ৭টা ২০-তে মহাকাশে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় শুভাংশুদের। NASA সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু ISRO-এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছু দিন ‘রিহ্যাবিলিটেশন’-এ থাকবেন। তার পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। ১৫ জুলাই বিকেলে স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে, খবর NASA ও ISRO সূত্রে।



















