Fake Medicine: দেশজুড়ে ভেজাল ওষুধের রমরমা, কী বলছেন চিকিৎসক কুণাল সরকার? ABP Ananda Live
ABP Ananda Live: দেশজুড়ে ভেজাল ওষুধের রমরমা! আপনার ওষুধ জাল নয় তো? গত একবছরে দেশজুড়ে ফেল ৯৭৬টি ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে টেস্টে ফেল করা ওষুধের ৩১ শতাংশই এ রাজ্যের। স্যালাইন থেকে ইঞ্জেকশন, ভ্যাকসিন, প্যারাসিটামল, ফেল নামী দামি ব্র্যান্ডের বহু ওষুধ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত ওষুধের ৩০২টি নমুনাই ফেল । কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল NRS-এর স্টোরে থাকা পালমোসিল ইঞ্জেকশনও। মার্চ, ২০২৪: সারা দেশে ৫৮টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩২টি ওষুধ। এপ্রিল, ২০২৪: সারা দেশে ৫৯টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩৪টি ওষুধ। মে, ২০২৪: সারা দেশে ৫৫টি ওষুধ ফেল, বাংলায় ফেল ২২টি ওষুধ। জুন, ২০২৪: সারা দেশে ৫২টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩৩টি ওষুধ। জুলাই, ২০২৪: সারা দেশে ৬১টি ওষুধ ফেল, বাংলায় ফেল ১২টি ওষুধ। অগাস্ট, ২০২৪: সারা দেশে ৭০টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩৩টি ওষুধ। সেপ্টেম্বর, ২০২৪: সারা দেশে ৬৪টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩৫টি ওষুধ।



















