Ramkrishna Mission: জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ১৩ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত
ABP Annada LIVE: অবশেষে গ্রেফতার করা হল রামকৃষ্ণ মিশনে(Rakrishna Mission) হামলায় মূল অভিযুক্ত প্রদীপ রায়। জলপাইগুড়ি (Jalpaiguri)রামকৃষ্ণ মিশনে হামলার ১৩ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত। ১৯মে ভোরে রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে প্রদীপের বাহিনী হামলা চালায় বলে অভিযোোগ।
ভোট চলাকালীন কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর অফিসে আচমকা পৌঁছে গেলেন কুণাল ঘোষ। এরপরই রাজু নস্করের অফিসে একে একে হাজির হন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পরেশ পাল। কিন্তু হঠাৎ কেন ভোটের মাঝেই রাজুর অফিসে গেলেন কুণাল? তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। শেষ মুহূর্তে তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হওয়া! আবার কুণাল ঘোষের সঙ্গে সুূদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের লড়াই। তৃণমূলের কোন্দলের জেরে ভোটের আগে থেকেই শিরোনামে ছিল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র!ভোটের দিন একটি বৈঠক ঘিরে আরও জোরাল হল প্রশ্ন, তাহলে কি তৃণমূলের একাংশ তৃণমূলেরই প্রার্থী সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে হারানোর চেষ্টা করল? শনিবার ভোটের দুপুরে আচমকা, বেলেঘাটার তৃণমূল ঘনিষ্ঠ বাহুবলী রাজু নস্করের অফিসে হাজির হন কুণাল ঘোষ। যিনি ভোটের আগে থেকে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে বারবার তীব্র আক্রমণ করেছেন! যিনি ভোটের আগে থেকে সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে বারবার তীব্র আক্রমণ করেছেন! সূত্রের খবর, এরপরই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেখানে হাজির হন তৃণমূল বিধায়ক পরেশ পালও।তৃণমূল মহলে খবর, রাজু নস্করই তৃণমূলের হয়ে চৌরঙ্গী আর বেলেঘাটায় ভোট সামলান। সেই তিনিই কি না ভোটের দিন অফিসে বসে! হঠাৎ 'বাহুবলী' রাজু নস্করের অফিসে কেন কুণাল ঘোষ? ভোটের মাঝে তুঙ্গে জল্পনা। এবিপি আনন্দর মুখোমুখি হয়ে কী বললেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়?