(Source: ECI/ABP News/ABP Majha)
Kunal Sarkar:আজকের দিনে ২৩লক্ষ পরীক্ষার্থী একটা অনিশ্চয়তা এবং অন্ধকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে:কুণাল
ABP Ananda LIVE: '৪ জুন ২ ধরণের পরীক্ষার্থীরা অত্যন্ত ব্যাকুল হয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। একদল পরীক্ষার্থী অশোকস্তম্ভের তলায় ৫৪৩টি আসনের জন্য প্রাণপণ লড়াই করছিলেন, আর নজর রেখেছিলেন আসনের দিকে। অন্যদিকে ২৩লক্ষ পরীক্ষার্থী যারা কিনা ডাক্তার হবে বলে পরীক্ষা দিয়েছিলেন তাঁদেরও ফলাফলও ৪জুন ২০২৪ বেরিয়েছিল। আজকের দিনে সেই ২৩ লক্ষ পরীক্ষার্থীরা একটা সাংঘাতিক অনিশ্চয়তা এবং অন্ধকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে রয়েছে', বললেন কুণাল সরকার।
লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর তৃতীয়বার সরকার গঠন করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তিন-তিন বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেহরু। মোদির তাঁকে ছুঁয়ে ফেলা নিয়ে আগেও বিস্তর আলোচনা হয়েছে। এবছর নির্বাচনী প্রচার চলাকালীনও সেই প্রসঙ্গ ওঠে। সেই সময় মোদি জানান, একসময় গুজরাতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁকে নিয়ে চর্চা হতো। কতবার পদে বসছেন, তার পরিবর্তে দেশ কতটা এগিয়েছে, সেই নিয়ে আলোচনা হওয়া উচিত। মোদির বক্তব্য় ছিল, "মোদি তিনবার কেন, পাঁচ-সাতবারও জিততে পারে। ১৪০ কোটি মানুষের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর।"
তৃতীয় মোদি সরকারের কাছে কী প্রত্যাশা সাধারণের? কী বলছেন বিশিষ্টরা? বিরোধীদের বক্তব্য কী ? আলোচনা হল 'শুনুন প্রধানমন্ত্রী' অনুষ্ঠানে। অনুষ্ঠানের বক্তা — ব্রাত্য বসু, জগন্নাথ সরকার, ইশা খান চৌধুরী, গৌতমমোহন চক্রবর্তী, নারায়ণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, কুণাল সরকার, সুবোধ সরকার।
প্রশ্ন করলেন সুরজিৎ চট্টোপাধ্যায়, ঝিলম গুপ্ত, সোনালি চৌধুরী।