Madhyamgram Incident : মধ্যমগ্রামে বিস্ফোরণ কি আরও কেউ জড়িত ? বাড়ছে রহস্য | ABP Ananda Live
ABP Ananda LIVE: গভীর রাতে মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে রহস্যজনক বিস্ফোরণ । বারাসাত মেডিক্যাল কলেজে মৃত্যু বিস্ফোরণে গুরুতর জখম যুবকের । ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে । ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ, ফরেন্সিক টিম । মৃত যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র । বাড়ি উত্তরপ্রদেশের বস্তি জেলায় । কর্মসূত্রে হরিয়ানায় ছিল ওই ব্যক্তি । পুলিশ সূত্রে খবর, যুবকের ব্যাগে একটি ডিভাইস, একটি চার্জার ও তার ছিল । কী থেকে বিস্ফোরণ, কেন যুবক ওই সমস্ত জিনিস নিয়ে ঘুরছিলেন? উত্তর খুঁজছে পুলিশ
ধোপে টিকল না সরকারের আপত্তি, অবশেষে যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারের জামিন। ৩দিন পুলিশ হেফাজতের পর গবেষক ছাত্রের জামিন। বুধবার দিল্লিতে গ্রেফতার হন হিন্দোল। তার ৫দিন পরে গবেষক ছাত্রের জামিন হল অবশেষে। জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন করা হয়েছিল সরকারের আইনজীবীর তরফে। এমনকী জামিনের বিরোধিতা করে হোয়াটসঅ্যাপ চ্যাটও কোর্টে পেশ করা হয় সরকারের তরফে। এরপর প্রশ্ন তোলেন বিচারক। তথ্য প্রযুক্তি আইনে মামলা নয় কেন? প্রশ্ন বিচারকের। জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে পাল্টা সওয়াল সরকারি আইনজীবীর। অন্যদিকে, তদন্তে আর কোনও অগ্রগতি নেই বলে সওয়াল করেন হিন্দোলের আইনজীবীও।



















