Maheshtala: বিনা চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ! মহেশতলার নার্সিংহোমে ধুন্ধুমার। Bangla News
বিনা চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে মহেশতলার নার্সিংহোমে ধুন্ধুমার। আইসিইউ-তে ভাঙচুর। নার্সিংহোমের নিরাপত্তা রক্ষীদের মারধরের অভিযোগ উঠল মৃতের পরিজনেদের বিরুদ্ধে। মৃত রোগীর পরিবারের দাবি, আইসিইউ-তে কোনও যন্ত্রপাতি কাজ করছিল না। এ নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পরিবার সূত্রে খবর, মহেশতলার আনন্দনগরের বাসিন্দা বছর ঊনচল্লিশের সন্তোষ যাদব পেটে ব্যথা নিয়ে রবিবার রাতে ওই নার্সিংহোমে ভর্তি হন। গলব্লাডারে পাথর রয়েছে বলে জানিয়ে রোগীকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, নানা অছিলায় অস্ত্রোপচার করা হচ্ছিল না। এরপর গতকাল রাত ৯টা নাগাদ পরিবারকে জানানো হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক। পরিবারের দাবি, নার্সিংহোমে গিয়ে দেখা যায় আইসিইউ-তে কোনও যন্ত্রই কাজ করছে না। এরপর রোগীর মৃত্যু হয়েছে এই আশঙ্কায় তাঁর পরিজনেরা আইসিইউ-তে ভাঙচুর শুরু করে। সেইসময় নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর কথা স্বীকার করে বলে পরিজনেদের দাবি। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে বাণিজ্যিক অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের অভিযোগও তুলেছে মৃত রোগীর পরিবার।