Mainland China: পুজোর আগে পেটপুজোর প্রস্তুতি,মেনল্য়ান্ড চায়নার খাদ্য সম্ভারে যুক্ত হল আরও পাঁচ জিভে জল আনা পদ
ABP Ananda LIVE :মন ভাল মানে শরীরও ভাল। তবে ভোজন রসিকরা বলেন, মন ভাল তখনই থাকবে, যখন পেটপুজো ভাল হবে। এমন খাদ্য়প্রেমীদের কথা মাথায় রেখে ২৫ বছর ধরে সুস্বাদু চাইনিজ খাবার পরিবেশন করছে মেনল্য়ান্ড চায়না।এবার সেই সম্ভারে যুক্ত হল আরও পাঁচ জিভে জল আনা পদ। নতুন সংযোজনের তালিকায় রয়েছে-ক্রিসপি জিঞ্জার চিকেন । ব্লু পি অ্য়ান্ড স্পাইসি অ্য়াসপারাগাস ডাম্পলিং ।চিকেন ফ্রায়েড ওয়ানটন।প্রনস ইন হুবেই স্টাইল ।লাইভ প্য়ান ফ্রায়েড নুডলস কাউন্টার।২৫ বছর ধরে রসনা তৃপ্তি করছে মেনল্য়ান্ড চায়না। লাঞ্চে বুফে থাকে তাতেই যুক্ত হচ্ছে। ৩০ টি আইটেম ছিল এতদিন। এবার ৩৫টি হল। পুজোর আগে পেটপুজোর সুপ্রিম প্রস্তুতি শুরু হয়ে গেল।
আরও খবর...
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ঘূর্ণাবর্ত, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে



















