(Source: ECI/ABP News/ABP Majha)
Malda: কাঁধে কালী প্রতিমাকে তুলে দৌড়, ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয় চাঁচলে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কাঁধে কালী প্রতিমাকে তুলে দৌড় মালদায় । ৩৫০ বছরের রীতি আজও জনপ্রিয় চাঁচলে । এবারেও আয়োজিত হল দৌড় প্রতিযোগিতা। এই রীতির পিছনে লুকিয়ে আছে এক ইতিহাস। 'দৌড়ে যার প্রতিমা অক্ষত অবস্থায় থাকবে, তাঁদের প্রতিমাকেই প্রথমে বিসর্জন দেওয়া হবে।'
আরও খবর..
দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত কলকাতার নারকেলডাঙা। বাইক পার্কিংকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত বলে দাবি কলকাতা পুলিশের। বচসা গড়ায় হাতাহাতিতে। পুলিশের দাবি, ব্যাপক ইট বৃষ্টি চলে দু'পক্ষের মধ্যে। ভিড়ের মধ্যে থেকে গুলি চালানোর অভিযোগও ওঠে একজনের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ক্যাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। লাঠি চার্জও করা হয়। এই ঘটনায় চারটি মামলা রুজু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চলছে।
উপনির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের নির্বাচনী প্রচারের সময় মারপিট তৃণমূলের দুই গোষ্ঠী। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই
প্রচারের সময়ে উপপ্রধানের অনুগামী কামরুজ্জামান মণ্ডলের উপর হামলার অভিযোগ অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ, আহত কামরুজ্জামান বারাসাত মেডিক্যাল কলেজে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতির অনুগামী তপন মণ্ডল। কামরুজ্জামানের বিরুদ্ধেই ধারালো অস্ত্র নিয়ে পাল্টা হামলার অভিযোগ অঞ্চল সভাপতি অনুগামীদের