Malda News: মালদায় সমবায় সমিতির ভোটে উত্তেজনা, প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের
ABP Ananda Live: মালদায় সমবায় সমিতির ভোটে উত্তেজনা। কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা। মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ কংগ্রেসের।
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা
অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আগামীকাল আলিপুরদুয়ারে তাঁর সভা। কাল দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা। সভার আগে প্রধানমন্ত্রীর কাটআউটে ছয়লাপ আলিপুরদুয়ার শহর। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদির বড় কাটআউট। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর ছবি-সহ ব্যানার, হোর্ডিংও লাগানো হয়েছে। আলিপুরদুয়ার শহরের প্রধান রাস্তা বক্সা ফিডার রোড মুড়ে ফেলা হয়েছে বিজেপির পতাকায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরির প্রস্তুতিও চলছে জোরকদমে।


















