Migrant Labour : বৈধ নথি থাকা সত্ত্বেও, কালিয়াচকের শ্রমিককে বাংলাদেশি সন্দেহে রাজস্থানে গ্রেফতার
ABP Ananda LIVE : বৈধ নথি থাকা সত্ত্বেও, বাংলাদেশি সন্দেহে রাজস্থানে ধৃত কালিয়াচকের পরিযায়ী শ্রমিক! বিজেপি শাসিত রাজ্যে ফের বাঙালি হেনস্থার অভিযোগ!
ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগ, বেঙ্গল STF-র হাতে গ্রেফতার এবার খোদ পোস্ট অফিসের কর্মী !
একদিকে যখন ভিনরাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। এরই মধ্যে, ফের রাজ্যের বুকে মিলল জাল আধার চক্রের হদিশ। ভুয়ো আধার কার্ড তৈরি করার অভিযোগে উত্তর দিনাজপুরের কানকি সাব পোস্ট অফিসের এক কর্মীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। অন্যদিকে, মুর্শিদাবাদের লালগোলায় জাল নথি তৈরির অভিযোগে, ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গোটা ঘটনায় ইতিমধ্যেই তীব্র চাপানউতর শুরু হয়েছে রাজ্য় রাজনীতিতে।
টাকা ফেললেই মিলছে নথি! রাজ্যের আনাচকানাচে কাঁড়ি কাঁড়ি উদ্ধার হচ্ছে নকল পরিচয়পত্র। কখনও বাংলাদেশের অঙ্কিতা পশ্চিমবঙ্গে এসে হয়েছেন চুমকি শিকদার! আবার কোথাও বাংলাদেশের নুরুল, ভারতে এসে নারায়ণ! এই নিয়ে যখন তুঙ্গে বিতর্ক, তখন রাজ্যের বুকে ফের প্রকাশ্যে এল জাল আধার কার্ড তৈরির চক্র। ভুয়ো আধার কার্ড তৈরি করার অভিযোগে এবার উত্তর দিনাজপুরের কানকি সাব পোস্ট অফিসের এক কর্মীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF।


















