Mamata Banerjee: অমিত শাহকে ঝাঁঝালো আক্রমণ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের
ABP Ananda LIVE: গত ৪ মাসে ৩ বার রাজ্য়ে এসেছেন নরেন্দ্র মোদি। একবার এসেছেন অমিত শাহ। এই প্রেক্ষাপটেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদিকে সেভাবে আক্রমণ না করলেও, অমিত শাহকে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। টেনে আনলেন অমিত শাহের ছেয়ে জয় শাহের ICC-র চেয়ারম্য়ান হওয়ার প্রসঙ্গ। বললেন, পরিবারতন্ত্র করেন না, অমিত বাবু! আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোর্টি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়? এটা সমাজতন্ত্র? অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এদিন, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে বলেন, তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদে নেমে অমিত শাহকে ফোর্থ রো-তে পাঠিয়ে বিল পেশ করা করিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জোড়া আক্রমণের জবাব দিয়েছে বিজেপি।


















