Mamata Banerjee: 'বাংলায় সমস্যা তৈরি করলে সারা দেশ ঘুরে জবাব দেব', হুঙ্কার মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : ভোটের ৭-৮ মাস আগেই ফের 'খেলা হবে' স্লোগান তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার তীব্র প্রতিবাদ করে বললেন,
আমি বাংলায় বেশি করে কথা বলব। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্য়াম্পে আগে রাখ। একইসঙ্গে হুঁশিয়ারি দিলেন, যে রাজ্যে হেনস্থার ঘটনা ঘটবে, এবার সেখানেও পাল্টা প্রতিবাদ হবে। তৃণমূল নেত্রী এদিন বলেন, বাংলা আমাদের দখলে আছে থাকবে। আগামীদিনে দিল্লিও আমরা দখল করব। ২০২৯-এর লোকসভা ভোট নিয়ে তার মুখে শোনা গেল ইন্ডিয়া জোটের জয়ের কথা। বিজেপি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েনি। নরেন্দ্র মোদি রাজ্যে আসার ৪৮ ঘণ্টা আগে বাঙালি আবেগে শান দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে বাঙালি বিরোধী বলে দাবি করে প্রশ্ন ছুড়ে দিলেন, "বাঙালিদের ওপরে আপনাদের এত রাগ কেন? কী করেছে বাঙালিরা আপনাদের?"


















