Mamata Banerjee : 'শূন্য় হয়ে গিয়েও মহাশূন্য়ে গেছে', রাম-বাম জোটের কথা তুলে CPIM-কে নিশানা মমতার
ABP Ananda LIVE : বিজেপিশাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ কর্মসূচিতে বিজেপির পাশাপাশি সিপিএমকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিধানসভায় শূন্য হয়ে যাওয়া সিপিএমের উদ্দেশে বললেন, আরেকটা দল হচ্ছে CPM দল । লজ্জা নেই, শরম নেই। শূন্য় হয়ে গিয়েও মহাশূন্য়ে গেছে। তাও লজ্জা নেই। ফের তুললেন রাম-বাম জোটের অভিযোগ। পাল্টা জবাব এসেছে সিপিএমের তরফ থেকে। অন্যদিকে, এদিন কার্যত ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমারজেন্সি ডে পালন করলেন। আপনারা কী করছেন? এটা তো এমারজেন্সির থেকেও বড় এবং বেআইনিভাবে আটক।"বাঙালিভাষীদের হেনস্থার অভিযোগে অবশ্য তৃণমূলের আগেই পথে নেমেছে সিপিএম-কংগ্রেস। ভোটের ৭-৮ মাস আগেই ফের 'খেলা হবে' স্লোগান তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার তীব্র প্রতিবাদ করে বললেন, আমি বাংলায় বেশি করে কথা বলব। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্য়াম্পে আগে রাখ।



















