Mamata Banerjee: রাজ্যপালকে বেলাগাম আক্রমণে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
CM Mamata Banerjee: 'আমরা আসার পর ৪০-৪২টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে'। ' ১৪টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে'। ' ১০ হাজার অধ্যাপক নিয়োগ হয়েছে '। ' দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা'। ' উচ্চশিক্ষাতেও স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা'। ' ইসরোর চন্দ্রাভিযানে ৩৮ জন বাঙালি আছেন'। ' রাজারহাটে আমরা এডুকেশন হাব তৈরি করেছি'। ' সিলিকন ভ্যালি তৈরির জন্য ২০০ একর জমি দেওয়া হয়েছে'। 'আজ আমাদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে'। ' দেশের নাম বদলে দেওয়া হচ্ছে'। ' রাষ্ট্রপতির স্বাক্ষরিত কার্ডে দেশের নাম বদলে দেওয়া হয়েছে'। ' আজকে ইন্ডিয়ারও নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে'। ' ইতিহাসকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে'। 'হঠাৎ মধ্যরাতে যাদবপুরের উপাচার্য বদল হয়ে গেল'। ' একজন প্রাক্তন বিচারপতিকে করে দেওয়া হল রবীন্দ্রভারতীর উপাচার্য'। ' পুরো ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা চলছে'। 'কোনও বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব'। ' দেখব রাজ্যপাল কীভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেন'। 'আমরা চ্যালেঞ্জ করছি'। ' আমরা বিল পাঠাচ্ছি উনি ফেরত পাঠাচ্ছেন না'। 'সংবিধান অনুসারে এটা উনি করতে পারেন না'। 'আর্থিক বিল ছাড়া আর কিছু রাজ্যপাল ফেরত পাঠাতে পারেন না'। ' দরকার হলে আমি রাজভবনের সামনে ধর্না দেব'। ' শিক্ষাব্যবস্থাকে আমি ধ্বংস হতে দেব না'। 'আমরা আইনের পথেও যাব, আশা করি আইন সুবিচার দেবে'