Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই CID-তে রদবদল।সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে | ABP Ananda LIVE
ABP Ananda live: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২ সপ্তাহেই CID-তে রদবদল। সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। গোয়েন্দা প্রধান রাজশেখরণকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরণকে। দময়ন্তী সেনকে পাঠানো হল এডিজি (পলিসি) পদে। নতুন গোয়েন্দাপ্রধান কে? এখনও আসেনি নির্দেশিকা। সিআইডি-র অন্যান্য পদেও রদবদলের সম্ভাবনা।
আরও খবর...
বাংলাদেশ হিন্দুদের উপর হামলা (Bangladesh Violence), ডেপুটি হাই কমিশনে সনাতনী সমাজ। বাংলাদেশের আক্রান্ত হিন্দুরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj )।
বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শান্তি ফেরার নামই নেই।কার্তিক মহারাজ বলেছেন,'বাংলাদেশে রোজ হিন্দুদের ওপর হামলা, একের পর এক মন্দির ভাঙচুর। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ইউনূস সরকারকে (Muhammad Yunus Government ) সতর্ক করুন নরেন্দ্র মোদি PM Modi)', বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক, দাবি কার্তিক মহারাজের।