Mamata on DA: সুপ্রিম DA নির্দেশনামা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর,তবু স্পষ্ট হল না রাজ্যের অবস্থান
ABP Ananda LIVE : সুপ্রিম কোর্ট রায় দেওয়ার ৩ দিন পর অবশেষে DA নির্দেশনামা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও স্পষ্ট হল না রাজ্য সরকারের অবস্থান। বরং উল্টে আরও বাড়ল ধোঁয়াশা। সুপ্রিম কোর্টের রায় মেনেই কি নির্দিষ্ট সময়ে রাজ্য সরকারি কর্মচারীদেরকে বকেয়ার ২৫ শতাংশ দিয়ে দেবে রাজ্য সরকার? নাকি, এই নিয়ে ফের আদালতে যেতে পারে রাজ্য সরকার? এই প্রশ্ন রয়েই যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মনে। যদিও তাঁরা বলছেন, রাজ্য সরকার যদি এরপর আদালতে যায়, তাহলে তারাও প্রস্তুত।
বিকাশ ভবনের সামনে আন্দোলনে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ। পরবর্তীকালে সেই চাকরিহারাদের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার তাদেরই তিনজনকে নোটিস দিয়ে তলব করা হয়েছিল। নোটিসে বলা হয়েছিল, হাজিরা না দিলে তাদের গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। এদিন সকাল সকাল থানায় পৌঁছে গেছিলেন তদন্তকারী অফিসার। কিন্তু দিনের শেষে (সন্ধে ৭) এদিন আর কেউ হাজিরা দেননি। তবে বিকাশ ভবনের বাইরে পুলিশের সামনে, লাঠিচার্জে আহত চাকরিহারাদের ছবি দিয়ে তৈরি ব্যানার টাঙিয়ে দিলেন আন্দোলনকারীরা। যে চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলকে এদিন থানায় তলব করা হয়েছিল, তাঁকে যখন জিজ্ঞাসা করা হল, আপনারা এখনও হাজিরা দিতে গেলেন না কেন, গ্রেফতারের ভয়ে? মেহবুব উত্তরে বললেন, "ভয় শব্দটা আমার অভিধানে নেই"। আর এসবকিছুর মধ্যে পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন চাকরিহারা দুই শিক্ষক। বুধবার সেই মামলার শুনানি হতে পারে।



















