Mamata Banerjee: '২বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র', মন্তব্য মমতার
ABP Ananda LIVE:'২বছর ধরে ১০০ দিনের কাজের(100days work) টাকা দিচ্ছে না কেন্দ্র'। 'গরিবের টাকা লুঠ করে বাংলার মন জয় করবেন?''আগামী ২৫ বছরের রূপরেখা তৈরি করেছে, এখন মানুষ কী খাবে?' '২৫ বছর পর সব করলে, ২৪-এর বাজেট করে কী লাভ'। 'রাজ্যের পাওনা আটকে রেখে সিএজি রিপোর্টের কথা বলছে'। 'সিএজি রিপোর্টে সব মিথ্যা কথা রয়েছে'। 'সব সংস্থা ও এজেন্সিকে পার্টি অফিস বানিয়ে দিয়েছে'। 'অভিষেকের (Abhishek Banerjee) কাছ থেকে এমন সব নথি চেয়েছে এজেন্সি, তখন অভিষেক জন্মায়নি'। 'ধর্ম আর রাজনীতি এক নয়, আমরাও দক্ষিণেশ্বরে স্কাইওয়াক (Dakkhineswar Sky Walk)করেছি'। 'আমরা কখনও ধর্ম নিয়ে রাজনীতি করি না'। 'ইসকন মন্দিরের জন্য ৭০০ একর জমি দিয়েছি'। '২ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র'। 'গরিবের টাকা লুঠ করে বাংলার মন জয় করবেন?' 'কাজ করিয়েও কেন টাকা দেননি? জেলে যাওয়া উচিত'। 'এখানে কিছু ঘটলেই টিম পাঠিয়ে দিচ্ছে'। 'বলছে, ঘরে ঘরে জল দিয়েছে, ৭৫ শতাংশ কাজ করে রাজ্য'। '৪০ শতাংশ টাকাও দেয় রাজ্য, আর প্রকল্পের নামে কেন্দ্রের বিজ্ঞাপন'।