Mamata Banerjee: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের 'গ্র্য়ান্ড' নির্দেশে ফাঁকা হল ফুটপাত। ABP Ananda Live
West Bengal News: মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পরই, ২ দিন ধরে, নিউ মার্কেট থানা চত্বরে অভিযান চালায় পুলিশ। তুলে দেওয়া হয় জবরদখলদারীদের। এরইমধ্য়ে বৃহস্পতিবার দেখা গেল, গ্র্য়ান্ড হোটেলের নীচের ফুটপাত বেশ ফাঁকা। সরিয়ে দেওয়া হয়েছে দোকানদারদের ডিস প্লে করে রাখা সব সামগ্রী। খুলে ফেলা হয়েছে ত্রিপল। এদিনও নবান্নর বৈঠক থেকে স্থানীয় কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্য়মন্ত্রী।
বাঙালির শপিং ডেস্টিনেশন...কলকাতার প্রাণকেন্দ্র, ধর্মতলা... নিউ মার্কেট চত্বর....134 বছরের পুরনো ঐতিহ্য়বাহী গ্র্য়ান্ড হোটেল! হোটেলের নীচে ফুটপাত জুড়ে বিকিকিনি...সারি সারি জামাকাপড়... হরেকরকম সামগ্রী...দাম নিয়ে দরাদরি...! সোমবার, মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পর, এই সব জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে তৎপর হয় পুলিশ প্রশাসন।
আর বৃহস্পতিবার দেখা গেল, গ্র্য়ান্ড হোটেলের নীচের ফুটপাত বেশ ফাঁকা। ফুটপাতের ওপর দোকানীরা চৌকি নিয়ে বসলেও, কোনও সামগ্রী ডিসপ্লে করা নেই। নেই সারি সারি জামা কাপড়... কিম্বা থরে থরে সাজানো ব্য়াগ...টাঙানো নেই চাদর কিম্বা ত্রিপল।