Mamata Banerjee: যাঁরা পাট্টা পেয়েছেন, তাঁরা ১ লাখ ২০ হাজার করে টাকা পাবেন বাড়ি, হোমস্টে বা দোকান বানানোর জন্য, ঘোষণা মমতার
যাঁরা পাট্টা পেয়েছেন, তাঁরা ১ লাখ ২০ হাজার করে টাকা পাবেন বাড়ি, হোমস্টে বা দোকান বানানোর জন্য, ঘোষণা মমতার। এছাড়াও, একশো দিনের কাজের টাকা নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা নিয়ে দেখা করেছেন খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। এবার রীতিমতো ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এদিনই নয়, এর আগে ২৬ জানুয়ারিও কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা আদায়ে রাজভবনের অনুষ্ঠানেও সরব হন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে দেন, ৭ দিনের মধ্য়ে বকেয়া টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে।



















