Mamata Banerjee: 'CESC বিদ্যুতের মাশুল বাড়ালে আমাদের কিছু করার নেই', মন্তব্য মমতার
ABP Ananda Live: '২১ এপ্রিল শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎ কেন্দ্র'। 'গত ১৪ বছরে বিদ্যুতের চাহিদা বেড়েছে ১৪ শতাংশ'। 'CESC বিদ্যুতের মাশুল বাড়ালে আমাদের কিছু করার নেই'। 'শালবনিতে ৮০০ মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ হবে'। 'আমরা ৬টি ইকোনমিক করিডর করেছি'। 'শিল্পের নতুন গন্তব্য বাংলা'। 'সাগরদিঘিতে ৯৬০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে'। 'দুর্গাপুরে ৬৬০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে'। 'তাপবিদ্যুৎ কেন্দ্রের ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার'।
বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখান থেকে তিনি জানান, বছর বছর বিশ্ব বাংলা শিল্প সম্মেলন নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু এই মুহূর্তে বাংলাই শিল্প এবং শিল্পপতিদের গন্তব্য হয়ে উঠেছে। আর তারই ফলস্বরূপ শালবনিতে দু'টি তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে উঠছে। মমতা বলেন, "২১ এপ্রিল দুপুর ২টোয় শালবনিতে জিন্দলদের দু'টি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করছি। যত দিন যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। অন্য রাজ্য থেকেও মানুষের সংখ্যা বাড়ছে এখানে। ফলে চাহিদা বাড়ছে বিদ্যুতের। তাই বিদ্যুৎ প্রকল্পের উপর জোর দিচ্ছি আমরা।" (West Bengal Power Plant Project)



















