Mamata Banerjee: '২৪-এর ভোটে ৫টি আসনে কারচুপি হয়েছে', মন্তব্য মমতার | ABP Ananda LIVE
ABP Ananda Live: 'তৃণমূল স্তর থেকে কাজ করেছি, মাটিটাকে চিনি, বুঝি'। 'দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মোট ৪২ জন সাংসদ আছেন'। '২৪-এর ভোটে ৫টি আসনে কারচুপি হয়েছে, না হলে ৩৪টি আসন পেতাম'। 'বুঝতে হবে, মানুষই আমাদের পাহারাদার'। 'গণতন্ত্রের এমন দুরবস্থা আগে দেখিনি'। 'ভোট এলেই এজেন্সির তৎপরতা বেড়ে যায়'। 'ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে'। 'জেলে তো তৃণমূলের অনেককেই পুরেছেন, কী প্রমাণ করতে পারলেন?' 'তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়'। 'দিল্লি-মহারাষ্ট্রর কায়দা এখানে করতে এলে, ধরব'। 'বিজেপির আয়ু ২ থেকে ৩ বছর'। 'নির্বাচন কমিশনে সব বিজেপির লোক'। 'কাজ না করে ভাষণ দিলে, আমার দয়া-মায়া নেই'।
শহরে ফের ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা
শহরে ফের ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা। প্রতারণার জালে প্রাক্তন সেনা জওয়ান। আর্থিক তছরুপ মামলায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার অভিযোগ। ধাপে ধাপে ১ কোটি ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১। গুজরাতের সুরাট থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার।

















