Ananda Sakal i: নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতা-সহ ৮ জনের বিরুদ্ধে দেওয়া ইডির চার্জশিটে পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের উল্লেখ। Bangla News
নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতা-সহ ৮ জনের বিরুদ্ধে দেওয়া ইডির চার্জশিটে পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের উল্লেখ। নিয়োগকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে চার্জশিটের ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের যোগসূত্রের কথা উল্লেখ করেছে ইডি। বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেসরকারি কলেজ থেকে টাকা তোলা,হুমকি দেওয়া, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ ছাড়া নদিয়ার টেটের মাস্টার শিট চেয়ে চেয়ারম্যানকে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলে মেসেজ করেন। মানিকের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে তাঁকেই অভিযোগ সম্বলিত মেসেজটি ফরোয়ার্ড করে দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মানিক-যোগ সম্পর্কে এমনই উল্লেখ করা হয়েছে চার্জশিটে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক ভট্টাচার্যকে ইতিমধ্যেই কয়েকদফায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।