Ahmedabad News: আমদাবাদ থেকে দিউ উড়ানের ঠিক আগে বিমানে যান্ত্রিক ত্রুটি । রানওয়েতে ফিরল ইন্ডিগোর বিমান
ABP Ananda LIVE: আবার আমদাবাদ, ফের বিমানে যান্ত্রিক ত্রুটি । আমদাবাদ থেকে দিউ উড়ানের ঠিক আগে বিমানে যান্ত্রিক ত্রুটি সঙ্গে সঙ্গে ATC-তে বার্তা, রানওয়েতে ফিরল ইন্ডিগোর বিমান । উড়ানের ঠিক আগে ইন্ডিগোর 6E7966 বিমানে যান্ত্রিক ত্রুটি
এ রাজ্য়ে ঢুকে, রুজি-রুটিতে ভাগ বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আবার ভিন রাজ্য়ে কাজ করতে গিয়ে বাংলা বলায়, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কপালে জুটছে বাংলাদেশি সন্দেহে হেনস্থা-নিগ্রহ-মারধর ! পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন উভয় সঙ্কটে । করবেন তো কী করবেন ? যাবেন তো কোথায় যাবেন ? এনিয়ে তোলপাড় রাজনীতি। একপক্ষ অন্যপক্ষকে বিঁধছেন চাঁচাছোলা ভাষায়।
কোথাও দেখা যাচ্ছে, কোনও ব্য়াক্তির এক পকেটে বাংলাদেশের পাসপোর্ট ! তো আরেক পকেটে ভারতের ভোটার কার্ড ! কোথাও বাংলাদেশের অঙ্কিতা, ভারতে ঢুকে চুমকি হয়ে যাচ্ছে। কোথাও বাংলাদেশের নুরুল, ভারতে এসে হচ্ছে নারায়ণ। বিজেপি নেতা দেবজিৎ সরকার বলছেন, "যারা অমুসলিম হয়ে বাংলাদেশে অত্যাচারিত হয়েছেন মুসলিমদের দ্বারা, তাঁরা এই দেশে শরণার্থী। এর বাইরে যারাই আসবে, তারা এই দেশের জন্য অনুপ্রবেশকারী বলে গণ্য হবে। তাদের আমরা পুশব্যাক করব, সরিয়ে দেব।"


















