Meenakshi Mukherjee: 'ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, অবিরাম...দীর্ঘ', বার্তা মীনাক্ষির। ABP Ananda Live
ইনসাফ যাত্রার সাফল্যের রেশ ধরে কলকাতায় ব্রিগেড সমাবেশ বাম যুব সংগঠন DYFI-এর। আর সেই মঞ্চে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দিতে শোনা গেল সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মীনাক্ষী জানালেন, বামপন্থীরা পাড়ায় রাজনীতি করতে গুঁতোগুতি করে না। বামপন্থীদের লড়াই একটি গলিতে, পঞ্চায়েতে, একজন বিধায়ক বা সাংসদের লড়াই নয়। মীনাক্ষী জানান, পৃথিবীর বুকে যত দিন অপশাসন, লুঠ, অত্যাচার চলবে, যত দিন খেটে খাওয়া মানুষের টুঁটি চেপে ধরার ব্যবস্থা থাকবে, তত দিন রক্তবীজের ঝাড় বামপন্থীরা লডা়ই চালিয়ে যাবেন। (DYFI Brigade Rally)
ব্রিগেডের সভায় এদিন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী-সহ প্রাক্তন রাজ্য সম্পাদত-সহ যুব সংগঠনের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। তবে সমাবেশের প্রধান আকর্ষণ ছিলেন মীনাক্ষীই। সেই রেশ ধরেই এদিন কমরেডদের লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন মীনাক্ষী। তিনি বলেন, "এই প্রথম হাঁটলাম না আমরা। কখনও কলেজ তৈরির দাবিতে, কখনও বক্রেশ্বর-হলদিয়া পেট্রো কেমিক্যাল্স তৈরির জন্য, কখনও এ রাজ্যে সম্প্রীতি, শান্তি বজায় রাখার জন্য, হাঁটা আমাদের জন্য নতুন কিছু নয়। সংগঠনের আদর্শের প্রতি আস্থা, নেতৃত্বের দেখানো রাস্তা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এই লড়াই চলছে। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, দীর্ঘ, অবিরাম লড়াই।"
মাঠে নেমে, চোখে চোখ রেখে বামপন্থীরা লড়াই চালিয়ে যাবে, সেখানে ধর্ম, ভাষার কোনও শর্ত থাকবে না বলেও এদিন জানিয়ে দেন মীনাক্ষী। তিনি বলেন, "বলেছিলাম, বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, দেশের নাম India হবে না ভারত, সেই শর্ত থাকবে না, আপনি লুঙ্গি পরেন না ধুতি পরেন, টিকা লাগান না চুপি পরেন, ফ্রিজে কিসের মাংস রাখেন, এগুলো লড়াইয়ের শর্ত হবে না। লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুজি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা। তাই নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো।"