Militant News: কেন বাংলাকেই নিরাপদ হিসেবে বেছে নেয় সন্দেহভাজন জঙ্গিরা? দেখুন ভিডিও
ABP Ananda Live: খাগড়াগর থেকে শুরু। তারপর একে একে সামনে এসেছে তানিয়া পরভিন, শাদ রাডি, জাভেদ আহমেদ মুন্সির নাম। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে জঙ্গি কার্যকলাপের ইতিহাসটা অনেকটাই লম্বা। কিন্তু কেন বাংলাকেই নিরাপদ হিসেবে বেছে নেয় সন্দেহভাজন জঙ্গিরা? ফের উঠল এই প্রশ্ন।
পাসপোর্ট বাংলাদেশের, আর ভোটার পশ্চিমবঙ্গের
পাসপোর্ট বাংলাদেশের, আর ভোটার পশ্চিমবঙ্গের। গত এক মাসে এরকম পঞ্চাশজনের হদিশ মিলেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে তথ্য দিয়ে জানিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। সেই মতো ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের তদন্তেরও নির্দেশ দিয়েছেন CEO...কিন্তু দেখা যাচ্ছে অনুসন্ধানের জন্য ডেকে পাঠালেও, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার বাসিন্দা এই সব অভিযুক্ত ব্যক্তিদের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না।


















