Morning Headlines : বগটুইয়ের আতঙ্ক ফেরাল জয়নগর, জেলে পার্থর পাশের সেলেই জ্যোতিপ্রিয়, আরও খবর
১। কাকভোরে তৃণমূল নেতাকে ( TMC ) গুলি করে খুন ঘিরে রণক্ষেত্র জয়নগর ( Jaynagar )। দেড় ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে পিটিয়ে খুন। বদলা নিতে দূরের গ্রামে তাণ্ডব।
২। বগটুইয়ের ( Bogtui ) আতঙ্ক ফেরাল জয়নগর। থানার ১২ কিমির মধ্যে সাতসকালে ৪ ঘণ্টা ধরে তাণ্ডব। কিছুই করল না পুলিশ। দেখা মিলল না দমকলেরও!
৩। তৃণমূল ( TMC ) নেতা খুনে অভিযুক্তরা গ্রামের বাসিন্দা নয়, তাও কেন দূরের এলাকা টার্গেট? ভয়ে কাঁপছে তছনছ হয়ে যাওয়া দলুয়াখাকি।
৪। নেতা খুনে জনরোষের তত্ত্ব তৃণমূলের, বগটুই-মডেলে হামলা, পাল্টা সিপিএম ( CPM ) ।
৫। বগটুইয়ের ধাঁচে গ্রামে ঘণ্টার পর ঘণ্টা তাণ্ডবের অভিযোগ। মানতে নারাজ পুলিশ।
৬। কেন খুন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী? নেপথ্যে সিপিএম, বলছে পরিবার। নেপথ্যে বিজেপির হাত, দাবি তৃণমূলের। বখরার লড়াই, পাল্টা বিরোধীরা।
৬। ভাড়াটে খুনি দিয়ে তৃণমূল নেতার উপরে হামলা। ১জনকে পিটিয়ে খুন, আহত আরও ১। ৩জন এখনও ফেরার। সুপারি দিয়েছিল কে? এখনও ধোঁয়াশা।
৭। আর বাড়ির খাবার নয়, এবার জেলের খাবারই খেতে হবে রেশন দুর্নীতিতে ধৃত বালুকে। অবস্থা স্থিতিশীল, জানিয়ে দিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষও।
৮। জেলে পার্থর পাশের সেলেই জ্যোতিপ্রিয়। আয়করের ডিসক্লোজার স্কিমের সুযোগে ৯ কোটি কালো টাকা সাদা করেছেন বালু, সন্দেহ ইডির। চাওয়া হচ্ছে তথ্য।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)