Morning Headlines 25th May: এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব CBI-র । Bangla News
এসএসসি দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তলব। আগের জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলার ফের হাজিরার নির্দেশ।
এসএসসি-দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূল আমলের প্রথম এসএসসি চেয়ারম্যান। চাপের কাছে নতি স্বীকার না করতেই ইস্তফা, বলে দাবি। দলবদলে, উদ্দেশ্য নিয়েই প্রশ্ন কুণালের।
চাপের কাছে নতি স্বীকার না করতেই ইস্তফা, দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের। প্রতিক্রিয়া মেলেনি পার্থর।
প্যানেলের মেয়াদ শেষের পরেও নিয়োগপত্র পেয়েছিলেন ১৫জন। ওয়েটিং লিস্টেও নাম ছিল না ৭জনের। এসএসসি-কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট বাগ কমিটির।
পুনর্মূল্যায়ন ছাড়াই কীভাবে একাধিক প্রার্থীর নম্বর বৃদ্ধি? ওএমআর শিট মূল্যায়নে বোর্ড মিটিং ছাড়াই সংস্থা বদল? বাগ কমিটির রিপোর্টে একাধিক প্রশ্ন।


















