Morning Headlines: রামপুরহাটকাণ্ডে তদন্তে সিবিআই, কীভাবে জীবন্ত পুড়িয়ে ৮ জনকে খুন? থ্রি ডি স্ক্যানার দিয়ে তদন্তে ফরেন্সিক | Bangla News
এবার বেহালায় ডাকাতি। বিদ্যুতের মিটার দেখার নাম করে একাকী মহিলাকে বেঁধে, মারধর করে গয়না লুঠের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার।
বসিরহাটে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ২। দিদির বন্ধুর কাছ থেকে উপহার আনতে গিয়ে নির্যাতনের অভিযোগ। আরজি করে ভর্তি।
রামপুরহাটকাণ্ডে তদন্তে সিবিআই। ঘুরে দেখেন অগ্নিদগ্ধ বাড়ি। কীভাবে জীবন্ত পুড়িয়ে ৮ জনকে খুন? কীভাবে গ্রিল ভেঙে ঢুকে তাণ্ডব? থ্রি ডি স্ক্যানার দিয়ে তদন্তে ফরেন্সিক।
তদন্তে সহযোগিতার কথা বলেও সিবিআই-বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব তৃণমূল। সন্দেহ থাকলে, কোর্টে গিয়ে বলুক, পাল্টা বিজেপি।
হত্যাকাণ্ডে ধৃতদের হেফাজতে চায় সিবিআই। এফআইআরে অজ্ঞাতপরিচয় হিসেবে প্রায় ৮০ জন পলাতকের উল্লেখ। এসপির সঙ্গে কথা।
এবার ষড়যন্ত্রের অভিযোগ রামপুরহাটকাণ্ডে ধৃত অপসারিত তৃণমূল ব্লক সভাপতির।
রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে সোমবার কলকাতায় মিছিল বিজেপির। রামপুরহাটে এসডিও অফিসের সামনেও বিক্ষোভ। কলকাতায় পথে নামল সিপিএম। আনিসকাণ্ডে অধীরের নেতৃত্বে মিছিল।