Morning Headlines: ১০ বছর পর পাহাড়ে আজ জিটিএ নির্বাচন, ভোট হবে ৪৫ আসনে | Bangla News
১০ বছর পর পাহাড়ে আজ জিটিএ নির্বাচন। ভোট হবে ৪৫ আসনে। লড়াই চতুর্মুখী। বয়কট গুরুঙ্গ-পন্থী মোর্চার। ভোট শিলিগুড়ি মহকুমা পরিষদেও।
ঝালদা ও পানিহাটির ২ নিহত কাউন্সিলর তপন কান্দু ও অনুপম দত্তর ওয়ার্ডে আজ উপনির্বাচন। ভোট দমদম, দক্ষিণ দমদম, চন্দননগর ও ভাটপাড়ার একটি করে ওয়ার্ডেও।
আজ ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা। মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে কংগ্রেসের সুদীপ রায়বর্মন, আশিস সাহার ভাগ্য নির্ধারণ। নজরে তৃণমূল প্রার্থীরাও।
ষড়যন্ত্র, ভুয়ো তথ্য দিয়ে গুজরাত হিংসা মামলাকে প্রভাবিত করার অভিযোগ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও অমিত শাহের বার্তার পরেই গ্রেফতার সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়।
গুজরাত হিংসা নিয়ে মোদির বিরুদ্ধে সব অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টে। নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য, ক্ষমা চাওয়া উচিত। প্রতিক্রিয়া অমিত শাহের। কলঙ্ক গায়ে লেগেই থাকবে, পাল্টা ফিরহাদ।
দলত্যাগীরা বালাসাহেব ও দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না। হুঁশিয়ারি উদ্ধবের। আমরাই আসল শিবসেনা, পাল্টা শিণ্ডে গোষ্ঠী।
নারদ ও সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সোমবার সিজিও কমপ্লেক্সের সামনে সভা তৃণমূলের। মঙ্গলবার রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নাম-লোগো সঠিকভাবে দেখাতে হবে। বিডিওদের নির্দেশ ডিএম-দের। ট্যুইটে দাবি শুভেন্দুর। ইন্দিরা আবাস যোজনার নাম কেন পাল্টানো হল, পাল্টা কুণাল।
শেষরক্ষা হল না। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ৮ তলার কার্নিস থেকে পড়ে মৃত্যু রোগীর। রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা ২। একদিনে আক্রান্ত ২৩৫ জন। পজিটিভিটি রেট ৭ দশমিক ২৭ শতাংশ।