Murshidabad News: মুর্শিদাবাদে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১ দু্ষ্কৃতী, উদ্ধার ৪ টি দেশি পিস্তল
ABP Ananda LIVE: মুর্শিদাবাদে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১ দু্ষ্কৃতী । উদ্ধার ৪ টি দেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ১৩০ রাউন্ড কার্তুজ । ধৃত জলঙ্গির বাসিন্দা সোহান রেজা । বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ
'রঘু ডাকাত', সুর চড়ালেন মহুয়া মৈত্র; নিশানায় কে ?
দুর্নীতি নিয়ে দলীয় বিধায়ককেই নিশানা তৃণমূল সাংসদের ? সদ্য জেলমুক্ত পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিশানা করলেন মহুয়া মৈত্র ? 'রঘু ডাকাত' বলে কটাক্ষ তৃণমূল সাংসদের। তৃণমূলের কর্মিসভায় সুর চড়ালেন মহুয়া। এ বিষয়ে যোগাযোগ করা হলেও মানিক ভট্টাচার্যর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোন ও মেসেজ করলেও তিনি কোনও মতামত জানাননি।
দলীয় কর্মিসভায় মহুয়াকে বলতে শোনা যায়, "দল কালিমালিপ্ত হয়েছে। তাঁরা ভোটের আগে এলাকায় ঢুকবেন, মিটিং করবেন, আমাদের মেনে নিতে হবে ? আমি এগুলো বলি না, কোনও দিন বলি না। আজ বাধ্য হয়ে বলছি। যাঁরা দলকে কালিমালিপ্ত করেছেন, ডাকাত...এঁরা রঘু ডাকাত। ছিঁচকে চোর নয়, পকেট মার নয়। তিনি চোর, তাঁর বউ চোর, তাঁর ছেলে চোর। চোদ্দ গুষ্টি চোর ! "


















