Murshidabad News: জাফরাবাদে বাবা-ছেলেকে হত্যা, গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩
ABP Ananda Live: জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় এবার মুর্শিদাবাদেরই সুতি থেকে গ্রেফতার করা হল হামলার অন্যতম পাণ্ডাকে। পুলিশের দাবি, খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টায় সিসি ক্যামেরার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও ভাঙচুর করেছিল ধৃত ইনজামুল হক। এই নিয়ে জো়ড়া খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। এদিকে আজই, তথ্যপ্রমাণ সংগ্রহে ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে আতঙ্কের জাফরাবাদে গেল রাজ্য পুলিশের SIT। যদিও NIA তদন্তের দাবিতে অনড় নিহতদের পরিবার।
কোথায় যোগ্য়-অযোগ্য়র তালিকা? কোথায় OMR-এর মিরর ইমেজ? কোথায় রাজ্য় সরকারের আইনজীবীদের লড়াই? সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের নির্দেশ আসার পর এই প্রশ্নই তুলছেন চাকরিহারার। তাঁদের প্রশ্ন SSC কি আদৌ যোগ্য় অযোগ্য় আলাদা করতে পেরেছে? কারণ, ৪ এপ্রিল খোদ SSC-র চেয়ারম্য়ানই স্বীকার করে নেন, তাদের দেওয়া তথ্য় আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। তারপরও ১১ এপ্রিল চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে ব্রাত্য় বসু আশ্বাস দেন, সিবিআইয়ের থেকে প্রাপ্ত যোগ্য়-অযোগ্য়র তালিকা এবং OMR-এর মিরর ইমেজ প্রকাশের ব্য়াপারে তাঁরা আইনি পরামর্শ নেবেন। আজ চাকরিহারারা প্রশ্ন তুলছেন, কোথায় সেসব? ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে মুখ্য়মন্ত্রী আরও বলেছিলেন, "আমরা অভিষেক মনু সিঙ্ঘভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি। আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলছি। আমরা প্রশান্ত ভুষণকেও বলতে বলেছি। তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে, তারা যোগ্য টিচারদের হয়ে আইনের লড়াই করবে।" আজ সেই রাজ্য় সরকারের আইনজীবীই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রায় মেনে নিল।



















