Murshidabad News: পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অপহৃত ১০ শ্রমিক, অভিযোগ পরিবারের
ABP Ananda Live: পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অপহৃত ১০ শ্রমিক, অভিযোগ পরিবারের। বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে শ্রমিকদের পরিবারের দাবি। গত বুধবার ১০ জন পরিযায়ী শ্রমিক তামিলনাড়ুতে বিস্কুট কারখানায় কাজে যোগ দিতে যান পরিবারের দাবি, সংস্থার তরফে নিয়ে যেতে এসেছে ভেবে তাঁরা একটি গাড়িতে ওঠেন। তাঁদের অভিযোগ, এরপরই শ্রমিকদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে ফোন করা হয়। শ্রমিকরা জানান, তাঁদের মারধর করা হয়েছে, একজনের মাথা ফেটেছে। চারজনের পরিবার টাকা পাঠানোর পর, শ্রমিকদের মোবাইল বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। গতকাল নবগ্রাম থানার দ্বারস্থ হয়েছে শ্রমিকদের পরিবার। মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ৬ জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তাঁদের পরিবার জানিয়েছে। কে বা কারা অপহরণ করেছিল তা এখনও স্পষ্ট নয়।


















