Newtown IT Employee Death: নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের
নিউটাউনে (Newtown) তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু। নিউটাউনের মণ্ডল পাড়ার একটি বন্ধ ফ্ল্যাট থেকে যুবকের পচাগলা দেহ (Dead body) উদ্ধার হয়। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের আনুমানিক বয়স ২১ বছর। খুন নাকি আত্মহত্যা, তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। ওই যুবকের সঙ্গে আরও ২জন যুবক ওই ফ্ল্যাটে থাকত বলে খবর পুলিশ সূত্রে। ওই দুই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ।
হাজরা পার্কে হকারদের পুনর্বাসনের জন্য তৈরি নতুন স্টল।পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরহাদ হাকিম।নবনির্মিত নতুন স্টলের বণ্টন নিয়ে অস্বচ্ছতার অভিযোগ।‘লটারি করে স্টল বণ্টন হয়েছে।কেউ সামনের সারিতে, কেউ পেছনের সারিতে স্টল পেয়েছেন। সবাইকে পছন্দসই স্টল দেওয়া সম্ভব নয়। জানালেন ফিরহাদ হাকিম।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
