Madhyamgram News: মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে রহস্যজনক বিস্ফোরণ, ঘটনাস্থলে এনআইএ, ফরেন্সিক টিম
ABP Ananda LIVE: গভীর রাতে মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে রহস্যজনক বিস্ফোরণ । বারাসাত মেডিক্যাল কলেজে মৃত্যু বিস্ফোরণে গুরুতর জখম যুবকের । ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে । ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ, ফরেন্সিক টিম । মৃত যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র । বাড়ি উত্তরপ্রদেশের বস্তি জেলায় । কর্মসূত্রে হরিয়ানায় ছিল ওই ব্যক্তি । পুলিশ সূত্রে খবর, যুবকের ব্যাগে একটি ডিভাইস, একটি চার্জার ও তার ছিল । কী থেকে বিস্ফোরণ, কেন যুবক ওই সমস্ত জিনিস নিয়ে ঘুরছিলেন? উত্তর খুঁজছে পুলিশ
অভিযান শুরুর আগেই আটক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস
আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। অভিযান শুরুর আগেই আটক চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, অভিযোগ পরিবারের। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে সুমন বিশ্বাসকে, অভিযোগ পরিবারের। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষকদের তরফে বলা হয়েছে সুমন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তবে এই বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। এর আগে আজ ভোরে কর্মসূচির অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে যায় পুলিশ। 'ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁদের ব্যান্ডেলের বাড়িতে হাজির হয়ে তল্লাশি চালায় পুলিশ। চাকরিহারাদের আন্দোলন করা কি অপরাধ? প্রশ্ন সুমন বিশ্বাসের পরিবারের।



















