Nabanna Abhijan: নবান্ন অভিযানে অশান্তি সৃষ্টির ঘটনায় ধৃত বিডিও অফিসের কর্মী। ABP Ananda Live
ABP Ananda Live: কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটা নীল। আমাদের ফটো, ভিডিওগ্রাফি তিনটে তেই চাদরের রং লাল। ইনকোয়েস্টের সময় চাদর নীল ছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন CBI-এর কাছে চলে যায়, তার মধ্য়েও কিন্তু সেম কালার আছে। অন্য় কোনও কালারের কোনও এভিডেন্স নেই। অন্য় কোনও কালার, আমাদের রেকর্ডে নেই। আমাদের সিজার লিস্টে যেটা, সেটা নীল। সবুজ বা কিছু নয়। যেটা লাল সেটা আলাদা সিজার। আগে পাওয়া গেছে। সবুজের কোনও অস্তিত্ব নেই। যেটা লাল বলছেন, ওটা চাপা দেওয়ার নয়।''
আরও খবর, আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ২০দিন, আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। টানা ১৪দিন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। এখনও পর্যন্ত ১০৩ ঘণ্টার বেশি সময় সন্দীপকে জিজ্ঞাসাবাদ। ১৬ দিন ধরে তদন্তের পর এখনও ধোঁয়াশায় সিবিআই। আর জি কর-কাণ্ডে এখনও একাধিক মিসিং লিঙ্ক। নিজাম প্যালেসে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আরজি করে দুর্নীতির অভিযোগে মামলা করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সেই মামলার তদন্তে আখতার আলিকে ডেকে পাঠায় সিবিআই।